আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় এক কেজি চারশত গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম (৪০) ও সুমা বেগম(৩৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া বাসস্ট্যান্ড থেকে থানার উপ-পরিদর্শক আল-মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি চারশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি বরিশাল নগরীর কাউনিয়া থানার সাধুরবটতলা এলাকায়।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক আল-মামুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই দিন দুপুরে তাদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই নারীর পরিচয় পাওয়া গেছে বাকি আসামি পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আল-মামুন বলেন বিভিন্ন জায়গা থেকে গাঁজা সহ তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

Leave a Reply