গৌরনদীতে সভাপতি হয়ে হাটের সৌন্দর্য ফিরিয়ে আনবেন আনিছুর রহমান হাওলাদার

কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীর ঐতিহ্যবাহি সরিকল বন্দরের ২ নভেম্বরের হাটের কমিটি নির্বাচনে ৫ জন সভাপতি প্রার্থীর মধ্যে বিভিন্ন প্রতিকের প্রতিদন্ধির মধ্যে মোঃ আনিছুর রহমান হাওলাদার আনারস মার্কা নিয়ে নির্বাচনে অংশ গ্রহনের মধ্যদিয়ে তিনি বলেন, শতাধিক বছরের অধিক ঐতিহ্যেবাহী পুরানো বন্দর সরিকল বন্দর। বন্দরটি সৃষ্টির পর প্রথম বারেই গনতান্ত্রিক ধারা অব্যাহত রেখে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে হাটের নুতন কমিটি ফিরে পেলে হাটের সার্বিক সৌন্দর্য বর্ধনে কাজ করবেন আনারস মার্কার প্রার্থী মোঃ আনিছুর রহমান হাওলাদার।

তিনি আরো বলেন ৫ আগষ্ট স্বৈরাচারি সরকার শেখহাসিনা পতনের পর নরে সরে বসছেন দুরশাসনে দম আটকে আসা ওই বন্দরের ব্যাবসায়িরা। তারা গনতান্ত্রিক প্রকৃয়াকে মাথায় নিয়ে দুঃ শাসনকে উপছে ফেলে নুতন ভাবে মানুষের মাঝে স্বস্তি ফিরে আনতে বরিশাল -১ আসনের সাবেক সাংসদ এম জহির উদ্দিন স্বপনের চিন্তেকে কাজে লাগিয়ে গনতান্ত্রিক প্রকৃয়াকে অব্যাহত রেখে নির্বাচনি প্রকৃয়ায় হাটের স্বচ্ছতা ফিরে আনার কথাও ভাবেন তারা। তারি ধারাবাহিকতায় ২ নভেম্বর বন্দর কমিটি নির্বাচনের সময় নির্ধারন করেন ব্যাবসায়িরা।

আনারস মার্কার মনোনিত সভাপতি প্রার্থী আনিছুর রহমান আশাবাদ ব্যাক্ত করে বলেন , ২ নভেম্বর নির্বাচনে আনারস মার্কার বিপুল ভোটে বিজয় নিশ্চিত হবে বলে শতভাগ বিশ্বাস করেন তিনি। আর এই বিজয়ের মধ্য দিয়ে সকলের মাঝে হাটের উন্নয়নের সার্বিক ওয়াদাকে পালন করতে আপ্রান চেষ্টা চালিয়ে যাবেন আনারস প্রতিকের প্রার্থী মোঃ আনিছুর হোসেন হাওলাদার।

অপরদিকে ওই বন্দরের ৫ শতাধিকের অধিক ব্যাবসায়িদের মধ্যে বিশিষ্ট ব্যাবসায়ি মোঃ কামাল হোসেন বিপ্লব, বলেন,বিগত দিনে স্বৈরশনের মধ্য এই হাটের ব্যাবসায়ীরা যেমনি বন্ধি ছিলেন তিমনি ছিলেন, হাটে বেচাকেনা করতে আসা লোকজনেরা। সরকার পতনের সাথে সাথে এসকল মানুষের মাঝে অনেকটা স্বস্তি ফিরে আসতে দেখা গেছে। বাকি জটিলতা গনতান্ত্রিক প্রকৃয়ায় ২ নভেম্বর নির্বাচনের পর কেটে যাবে বলে বিশ্বাস করেন তিনি। তারি সাথে তার মহান নেতা সাবেক সাংসদ এম জহির উদ্দিন স্বপনের সঠিক চিন্তা ও মহৎ উদ্যেগকে সাদুবাদ জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সরিকল বন্দরের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ কামাল হোসেন বিপ্লব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *