October 30, 2024, 2:22 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
প্রথমবারের মত নিজ জেলা পঞ্চগড়ে অদ্য ২৫-১০-২০২৪খ্রিঃ রোজ শুক্রবার দুপুর ১২.০০ ঘটিকায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি পঞ্চগড় সার্কিট হাউজ এ পৌছালে ফুলেল শুভেচ্ছা জানান পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
ফুলেল শুভেচ্ছা শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল মহোদয়কে Gard of Honour প্রদান করেন। Gard of Honour শেষে উপস্থিত অফিসারদের সাথে কুশলাদি বিনিময় করেন।
বিকাল ৩.০০ ঘটিকায় মাননীয় আইজিপি মহোদয় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিলসেডে পঞ্চগড় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সমন্বয়ে বিশেষ কল্যাণ সভায় যোগদান করেন।
বিশেষ কল্যাণ সভায় মাননীয় আইজিপি জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
বিশেষ কল্যাণ সভায় আইজিপি তাঁর বক্তব্যে পুলিশি কার্যক্রম আরও বেগবান করার জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ প্রদান করেন।
আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন আমাদের জন্য দেশ গড়ার এক নতুন সুযোগ তৈরি করেছে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি; নতুন সমাজ বিনির্মাণের সুযোগ পেয়েছি। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশ পুলিশকেও গড়ে তুলতে চাই। আমরা নিজেরা অন্যায় করবো না; অন্যকেও অন্যায় করার সুযোগ দিবো না।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি টিম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ বাহিনীকে গড়ে তুলতে হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ প্রধান বলেন, জনগণের সাথে পেশাদার আচরণ করতে হবে। তাদের প্রত্যাশিত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করতে হবে।
আইজিপি ফোর্সের কল্যাণ নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, কল্যাণের পাশাপাশি ফোর্সের শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে হবে।
আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আইজিপি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার মাননীয় আইজিপি মহোদয় সহ আমন্ত্রিত অতিথিদের জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।
কল্যাণ সভা শেষে মাননীয় আইজিপি বিকাল ৫.০০ ঘটিকায় পঞ্চগড় সদর সার্কেল অফিস কাম বাসভবন এর শুভ উদ্বোধন করেন। সার্কেল অফিসের উদ্বোধন শেষে সার্কেল অফিস চত্বরে বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর আমিনুল ইসলাম, কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, জনাব মোঃ মজিদ আলী, পুলিশ সুপার, পঞ্চগড় মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সুপার, ঠাকুরগাঁও শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত এস.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।