নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মস্থলে যোগদানের কথা শুনেই হাসপাতালের টিএইচও এর কক্ষে তালা জুলিয়ে দিল সাধারণ জনতা

আনোয়ার হোসেন,

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

একাধিক দুর্নীতির অভিযোগের বোঝা মাথায় নিয়ে নেছারাবাদ হাসপাতালে স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা পদে যোগদান করবেন ডা: মামুন হাসান। এমন খবরে ২৪ অক্টোবর (বৃহস্পতিবা) সকালে নেছারাবাদ হাসপাতালে তার কর্মস্থলে যোগদানের কথা শুনেই স্থানীয় কিছু লোক ডা: মামুন হাসানের কক্ষে পূর্ব থেকেই নিজেদের উদ্যেগে তালা জুলিয়ে রাখেন। এতে হাসপাতালের পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে যায়। তবে ডা: মামুন হাসানের কক্ষে কে বা কারা তালা জুলিয়ে রেখেছেন তা জানেনা হাসপাতালের অতিরিক্ত দায়িত্বে থাকা ডা: নাজমুল হাসান মাসুদ।

ডা: মামুন হাসান বাগেরহাট জেলার চিতলমারি সদর উপজেলার স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা পদে ছিলেন। সেখানে সিমাহীন দুর্নীতি ও গত গত ৫ আগষ্ট পর্যন্ত ছাত্র জনতার বিপরীতে অবস্থানে ছিলেন। ৫ আগষ্টের পর তার বিরুদ্ধে বাগােরহাটের চিতলমারির ছাত্রজনতা তার পদত্যাগের দাবিতে হাসপাতালের সামনে অবস্থান নেয়। এতে তিনি ছাত্রজনতার তোপের মুখে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সহাতায় বের হয়ে কিছু দিন গাঢাকা দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা.মামুন বলেন,চিতলমারী হাসপাতালে ছাত্রজনতার বিক্ষোভে সময় আমি ছুটিতে ছিলাম, তাছাড়া তারা কেন এগুলো করেছিলো আমি অবগত নয়। তারা যে অভিযোগ এনে এগুলো করছে বিক্ষোভ করেছিলো সেগুলো মিথ্যে।আজকে আমি পিরোজপুরে সিভিল সার্জন স্যারের কাছে অফিসিয়ালি যোগদান করে ছুটিতে যাবো পরে যেকোন সময় এসে নেছারাবাদে যোগদান করবো।

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ হাসপাতালের অতিরিক্ত দায়িত্বে থাকা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা ডা: নাজমুল হাসান মাসুদ খান জানান, আমি শুমেছি,গতকাল বুধবার নেছারাবাদ হাসপাতালে টিএইচও পদে তার অর্ডার হয়েছে। তিনি বৃহস্পতিবার এখানে যোগদানের কথা। তবে তার কক্ষে বাহির থেকে এসে কে বা কারা যেন, তালা জুলিয়েছে। এ বিষয়ে আমি আর কিছু বলতে পারবোনা বলে জানান।

পিরোজপুর সিভিল সার্জন ডা: মিজানুর রহমান জানান, “ডা: মামুন হাসান আমাকে ফোন দিয়ে নেছারাবাদ হাসপাতালে যোগদান করবেন বলে জানিয়েছেন। আমি তাকে অর্ডার আদেশ নিয়ে আসতে বলেছি”। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, “বিভিন্ন লোকের মাধ্যমে আজকেই তার দুর্নীতির বিষয়ে শুনেছি। তবে তার রুমে তালা জুলানোর বিষয়ে আমি অবগত নই। আমি ডা: মামুন হাসানের বিষয়ে বিভাগীয় পরিচালক মহোদয়কে জানাব”।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *