স্টাফ রিপোর্টারঃ
ভালো কাজের স্বীকৃতি হিসেবে কোতোয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হওয়ায় পুরস্কার হিসেবে ক্রেস্ট পেয়েছেন।
সোমবার (২১ অক্টোবর ) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তার হাতে এ ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মাসিক কল্যান সভায় কোতোয়ালি এলাকায় শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা, পলাতক আসামি গ্রেফতার, মাদক উদ্ধার ও ডাকাত দমনসহ চৌকস ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে পুলিশ সুপার (এসপি) মোঃ আজিজুল ইসলাম ওসি
মোঃ সফিকুল ইসলাম খান এর হাতে পুরষ্কার হিসেবে এ ক্রেস্ট তুলে দেন।
জানা গেছে, কোতেয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশে ওসিদের ন্যায় ময়মনসিংহ জেলার ওসিদের বদলী করার পর কোতোয়ালী এলাকার আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছিলো তখন দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর থেকেই কোতোয়ালীবাসীকে আইনি সেবা নিশ্চিত করতে সাধারণ মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।
সুত্র জানিয়েছে-চলতি বছরের সেপ্টেম্বর মাসে কোতোয়ালি মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চোরাই মালামাল উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার পান তিনি।
জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ভালো কাজে সহকর্মীদের উদ্বুদ্ধ করার জন্য প্রতি মাসেই এ পুরস্কারের আয়োজন করে থাকেন।
পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মোহাইমেনুর রশিদ সহ অন্যান্য সার্কেল কর্মকর্তা ও ওসিবৃন্দ।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান, ভালো কাজের মূল্যায়ন হিসেবে পুরষ্কারটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার এ থানার সবাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে কোতোয়ালী এলাকায় সব ধরণের অপরাধ কমিয়ে আনতে সার্বক্ষণিক কাজ করে যাবো ও অপরাধ দমনে হবো কঠোর।

Leave a Reply