রংপুর এর পরীক্ষাগার আন্তর্জাতিক মানে উন্নীতকল্পে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর কনফারেন্স রুমে ১৯.১০.২০২৪ ও ২০.১০.২০২৪ দুইদিন ব্যাপী ওঝঙ/ওঊঈ ১৭০২৫ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন জনাব গাজী মোঃ নুরুল ইসলাম, পরিচালক (রসায়ন) ও কোয়ালিটি ম্যানেজার, বিএসটিআই, ঢাকা। প্রশিক্ষণে আরো রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শরীফ মোহাম্মদ সৈয়দুজ্জামান, উপপরিচালক (রসায়ন) ও ডেপুটি কোয়ালিটি ম্যানেজার এবং ডঃ শাহেদ রেজা, সহকারী পরিচালক (রসায়ন)। এই প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করে। প্রশিক্ষণের সাথে সাথে বর্তমান খধনড়ৎধঃড়ৎু’র ওহঃবৎহধষ অঁফরঃ সম্পন্ন করে আন্তর্জাতিক মানে উন্নতী করণে প্রয়োজনীয় সকল পরামর্শ প্রদান করেন।
প্রকৌঃ মুবিন-উল-ইসলাম, উপপরিচালক (পদার্থ) ও অফিস প্রধান, বিএসটিআই, রংপুর খধনড়ৎধঃড়ৎু’র অপপৎবফরঃধঃরড়হ সনদ অর্জনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং পরিচালক (রসায়ন) মহোদয়কে বিএসটিআই, রংপুর এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *