১১ দিন ছুটি শেষে রাজশাহীতে খুলেছে স্কুল, কলেজ শিক্ষার্থীদের উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ সারা দেশের মত রাজশাহী মহানগর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভায় টানা ১১ দিনের ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা এগারো দিনের ছুটিতে ছিল স্কুল কলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।

রাজশাহী কোট একাডেমির প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম বলেন, ছুটি শেষে প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।
এছাড়াও ডেঙ্গু মৌসুম হওয়ায় সবাইকে সতর্ক সচেতন থাকতে বলা হয়েছে। স্কুল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি বলেও জানান তিনি। স্কুল ছুটি থাকলে শিক্ষার্থীরা স্কুলে কম উপস্থিত হয়। ২/১ দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।

এ বিষয়ে বিশ্বনাথপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ১১ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল। সব শিক্ষার্থী-অভিভাবকে তাদের সন্তানকে স্কুলে পাঠানোর জন্য বার্তা দেওয়া হয়েছে। তবে আজকে শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম। আগামীকাল থেকে স্বাভাবিক হয়ে যাবে ইনসাল্লাহ। এছাড়াও ডেঙ্গু মৌসুম হওয়ায় সবাইকে সতর্ক সচেতন থাকতে বলা হয়েছে। স্কুল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি বলেও জানান তিনি।

গোগ্রাম আদর্শ বহুমূখি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, আমি ছুটি সেভাবে ভোগ করতে পারিনি। বিদ্যালয়ের নির্মান কাজ চলছে এবং পূজায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত মহোদয় আমাকে একটি পূজা মন্ডপের দায়িত্ব দেয়ায় প্রতিদিনই বিদ্যালয়ে আসতে হয়েছে। বিদ্যালয় পুরস্কার পরিচ্ছন্ন করে ভাল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আদিবাসী মেয়েরা এখানে বেশী লেখাপড়া করে, দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সংসার চলাতে হিমসিম খাচ্ছে পরিবারগুলি তাই ছাত্রীরা মাঠে কাজ করছেন। শিক্ষার্থীদের উপস্থিতি কম।

রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান বলেন, বাজাবাড়ী এলাকায় পূজামন্ডপের দায়িত্ব দেয়ায় ছুটিতে সেভাবে বাইরে যেতে পারিনি। প্রায় প্রতিদিনই স্কুলে যেতে হয়েছে। বিদ্যালয়ে উপস্থিত হতে হয়েছে। আজকে স্কুল খুললেও শিক্ষার্থীদের উপস্থিত কম।

মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *