মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
রোববার ২০ অক্টোবর ১০ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোর্শেদ আলম,।
পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভা সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) নীলফামারী।
মাসিক কল্যান সভা শেষে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়, কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোর্শেদ আলম।
আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার সেপ্টেম্বর/২০২৪ মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়।
উক্ত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; এ এইচ এম মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি, নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নীলফামারী; সজীব কুমার বর্মন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, নীলফামারী; ডিআইও-১ নীলফামারী, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ, নীলফামারীর বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।
Leave a Reply