বানারীপাড়ায় ভূমি কর্মকর্তার উপর হাম*লাকারী মোজাম্মেল গ্রেফতার

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় ভূমি কর্মকর্তার উপর হামলাকারী ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী মোজাম্মেলকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। ১৮ অক্টোবর শুক্রবার দুপুর দুই’টার সময় উপজেলার রাজ্জাকপুরের খালাসী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেক্ষ্য যে,গত ১৪ অক্টোবর সকালে বানারীপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবু বিমল চন্দ্র’র কাছে শ্মশানের জমি বাগান বাড়ি দেখিয়ে দাখিলা কাটতে আসলে শ্মশানের জমি হওয়ায তিনি দাখিলা কাটতে অপারগতার কথা জানালে মোজাম্মেল তার সাথে থাকা লোকজন নিয়ে ওই ভূমির কর্মকর্তার ওপর হামলা করে ও খুন-জখমের ভয় ভীতি দেখায়।১৫ অক্টোবর ওই ভুমি কর্মকর্তা বিমল চন্দ্র বাদী হয়ে মোজাম্মেলকে নামধারী ও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। এছাড়াও মোজাম্মেলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি(তদন্ত)মোঃ মমিনুল ইসলাম মুঠোফোনে বলেন ভূমি কর্মকর্তা বিমল চন্দ্রের দায়েরকৃত মামলায় আসামি মোজাম্মেলকে গ্রেফতার করে কোটে প্রেরণ করা হয়েছে।

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *