সুনামগঞ্জে ডিবির অভিযানে ১৮ বোতল বিদেশি মদসহ ২ জন গ্রেফতার

কে এম শহীদুল সুনামগঞ্জ:
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৮ বোতল মদসহ ২জনকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই পলাশ চৌধুরী দিপন, এএসআই মো: নুরুন্নবী মোড়ল ও এএসআই নজরুল ইসলাম অভিযান পরিচালনা করে ১৮ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার চালবন গ্রামের সাব্বির মিয়া (১৯) ও শান্তিগঞ্জ থানার ইসলামপুর গ্রামের হেলাল মিয়া (২০)। গতকাল বুধবার ১৫ অক্টোবর ২০২৪ ইং রাত ৯টার দিকে সদর থানাধীন পৌরসভাস্ত মইনুল হক মার্কেটের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে ১৮ বোতল Royel Green নামক বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *