আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে শহীদি কাফেলা
বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) শাখার ৬ নম্বর ওয়ার্ডের যুব বিভাগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, গত ১৩ অক্টোবর রোববা কমিটি গঠন উপলক্ষে পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর হাট চত্ত্বরে কর্মী সমাবেশ আয়োজন করা হয়। এদিন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক ডিএম আক্কাস আলী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি আমির মোহাম্মদ জুয়েল রানা, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদ, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া ও ৬ নম্বর ওয়ার্ড ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওয়াজেদ খলিলপ্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দগণ।এদিন আইনাল হোসেনকে সভাপতি,শাহিনুর শেখকে সম্পাদক ও পলাশ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৬ নম্বর ওয়ার্ড যুব শাখার ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন হাফেজ মাওলানা আক্তারুজ্জামান। কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে কর্মী সমাবেশের শুভ সূচনা করা হয়।
তানোরে শহীদি কাফেলার ওয়ার্ড কমিটি গঠন

Leave a Reply