নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বিজয়া দশমীর মধ্য দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুরের পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়।
মহানগরীর মুন্নজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে চলছে প্রতিমা বিসর্জনের কাজ। বিসর্জনকে কেন্দ্র করে স্থানীয় প্রশানের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, বিসর্জনের স্থানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এছাড়া মহানগরীর পদ্মা নদীর তীরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। দুর্ঘটনা এড়াতে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিটও পদ্মায় অবস্থান করছে।
এবার, রাজশাহী জেলায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছিল ৪১২টি পূজামণ্ডপে। এর মধ্যে মহানগরীতে ৭৮টি ও জেলায় ৩৩৪টি মণ্ডপে পূজা উদযাপন করা হয়।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Leave a Reply