December 21, 2024, 4:39 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরের চরঅ লের পত্তনকৃত জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে। সংঘর্ষে জড়ানো উভয় পক্ষের লোকজন স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী সমর্থক বলে জানা গেছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চর মানিকদীর গ্রামের বানা মোল্লার ছেলে রফিক মোল্লাকে রাজশাহী মেডিকেলে, একই এলাকার মৃত দবির হোসেনের ছেলে আরিফকে পাবনা জেনারেল হাসপাতালে, চরসুজানগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আমিন শেখ,আব্দুর রউফ এর ছেলে আপেল, চরমানিকদীর গ্রামের নিজাম শেখের ছেলে ডাব্লু শেখ, মোলাম খাঁর ছেলে রাসেল খা, নাবল খার ছেলে রেন্টু খা, চরসুজানগর গ্রামের আবু শেখের ছেলে বাবলু শেখ, চরমানিকদীর গ্রামের রিয়াজ উদ্দিন মল্লিকের ছেলে জিয়া মল্লিককে সুজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এছাড়া আহত অপর কয়েকজনকে প্রামানিক চিকিৎসা শেষ হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো হয়। শনিবার বেলা ১১ টার দিকে স্থানীয় পৌর বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে । পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখ নপযৃন্ত এ ঘটনায় থানায় কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ জানান, এ ঘটনা বিএনপির কোন গ্রুপিং সংঘর্ষ নয়,স্থানীয় চর অ লের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে, তবে সংঘর্ষে জড়ানো উভয় পক্ষের লোকজন স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী সমর্থক বলে জানতে পেরেছি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।