December 21, 2024, 3:50 pm
হারুন অর রশিদ।।
দোয়ারাবাজার প্রতিনিধিঃ
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শ্রীশ্রী
মদন মোহন মন্দিরে সার্বজনীন দুগোৎসব শ্রী কেশব চন্দ্র লোদী ও শোভা রাণী সরকার
নীলকন্ঠ ত্রিশূল যুব সংঘ কতৃক আয়োজিত মন্দিরে পূজা মন্ডপ ও শারদীয় দূর্গোৎসবের কমিটির মাঝে নগদ অর্থ প্রদান করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন। তিনি অতিথি বৃন্দ হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন,দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক সামসুল হক নমু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফুর রহমান খসরু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হারুনর রশীদ,
উপজেলা যুব দলের আহবায়ক কমিটির সদস্য কৃষ্ণ মোহন রায়, উপজেলা যুব দল নেতা মাদব রায় প্রমুখ।