November 23, 2024, 1:36 pm
“মায়ের চিঠি”
কানু ঘোষ
মায়ের চিঠি পেলাম হাতে
মা আমায় লিখেছে চিঠি।
যেতে হবে আজই বাড়ি
মায়ের শরীর নেইকো ভালো।
মা ছাড়া যে কেহ নাইতো বাড়ি
আছে মা একাই ঘরে।
কিছু হলে কি যে হবে
বুঝে নিলাম দূরে থেকে।
যানবাহন নাইতো ঘাটে
দুটি নৌকা আছে পরে।
তুফান দেখে যাবেনা তারা
ভাবতে থাকি দাড়িয়ে একা।
কোন পথ নাইবা পেলাম
মায়ের দোয়া নিয়ে আমি,
দিলাম ঝাঁপ জলের মাঝে।
সাতার কেটে যাব বাড়ি,
ঘরে কাছে এসে পড়ি।
মা বলে ডাকটি দিলাম
মা ছিলো ঘুমের ঘরে।
জরে শরীর যাচ্ছে পুড়ে,
আমার ডাক শুনতে পেয়ে
ঘুমের ঘরে জেগে ওঠে।
খোকা তুই আসছ নাকি?
দুয়ার খুলে দেখে আমায়
খোকা আমার আসছে দেখি!
জড়িয়ে ধরি মাকে পেয়ে
খোকা তুই আসবি জানি।
যাচ্ছে বয়ে ঝড় বাহিরে
সাতার কেটে আসছি আমি
তোমার চিঠি পেয়ে হাতে।