মহালছড়ি জোন কর্তৃক দূর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

(রিপন ওঝা, মহালছড়ি প্রতিনিধি)

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের আওতাধীন এলাকায় শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে দূর্গম এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে গিয়ে শারদ শুভেচ্ছা উপহার সামগ্রী পৌছে দিয়েছেন।

এসময়ে জোন অধিনায়ক লে: কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি উপস্থিত থেকে দুই শতাধিক হিন্দু ধর্মাবলম্বী ও পাহাড়িদের মাঝে খাদ্য জাতীয় উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়াও জোন অধিনায়কের পরামর্শে প্রতিটি সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ এ উপহার সামগ্রী বিতরণ করেন।

চলতি বছরের পূজা মন্ডপের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এমন চমৎকার ধরনের উদ্যোগ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটি এবং স্থানীয় ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি সেনাজোন অদম্য সাতান্ন বেঙ্গলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *