টুরিস্ট পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নারায়ণগঞ্জের স্টেকহোল্ডারদের সাথে মত বিনিময় সভা ও পূজা মন্ডপ পরিদর্শন

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

ঢাকা- ময়মনসিংহ-সিলেট ডিভিশনের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ সাখাওয়াত হোসেন এবং ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম নারায়ণগঞ্জ টুরিস্ট পুলিশ স্টেক হোল্ডারদের সাথে একমত বিনিময় সভা ও পরবর্তীতে সংশ্লিষ্ট পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাদের সাথে নারায়ণগঞ্জ টুরিস্ট পুলিশ জোন ইনচার্জ দেলোয়ার হোসেন, সোনারগ জাদুঘর পরিচালক, জাদুঘর সিকিউরিটি অফিসার, পানাম সিটি পরিচালক ও ও সোনারগাঁও রয়েল রিসোর্ট এর জিএম জনাব খাইরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিল।

মত বিনিময় সভায় বক্তারা টুরিস্ট পুলিশের বিভিন্ন সার্ভিসে সন্তোষ প্রকাশ করেন এবং কার্যক্রম আরো প্রসারিত করার স্বার্থে জনবল বৃদ্ধিসহ বিভিন্ন লজিস্টিক সাপোর্টের কথা উল্লেখ করেন। অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার তাদের সমস্যাগুলি দ্রুত সমাধান করার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে তারা সোনারগাঁ জাদুঘর এবং তার আশপাশের বেশ কয়েকটি পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। যে কোন প্রয়োজনে টুরিস্ট পুলিশের সহায়তা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটিকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *