December 30, 2024, 5:18 pm
রাসেল শেখ।
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় প্রতিষ্ঠিত ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং ঢাকা-৩৮৬০) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ০১ অক্টোবর সংগঠনের বিশেষ সাধারণ সভায় সদস্যদের মতামত, প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সদস্য শহীদুল ইসলামকে (কার্ড নং-২৪২) আহ্বায়ক ও সাকিব হাসানকে (কার্ড নং-৭৪৪৫) যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন: শাহীদুল (কার্ড নং-৫৮৭), আরাফাত খাঁন টুটুল (কার্ড নং-৮০১০), রিয়াদ (কার্ড নং-৯২২), হাসান (কার্ড নং-১৪৮৩), আরজ আলী (কার্ড নং-৪১১), আলহাজ খাঁন (কার্ড নং-৭৫৬৩), জাহিদুল ইসলাম (কার্ড নং-৩৬২), আল-আমীন (কার্ড নং-৬৯৪৪), আব্দুল হালিম (কার্ড নং-৬৪৯৭), কোহিনুর আক্তার পরী (কার্ড নং-৬০৮) ও শিলা আক্তার (কার্ড নং-৬৯৮)।
১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদনের জন্য প্রস্তাবনাটি পাঠানো হয়েছে ঢাকা বিভাগের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স কার্যালয়ের পরিচালক বরাবর। গত বুধবার (০৯ অক্টোবর) বিকেলে কমিটির অনুমোদনের জন্য এটি প্রেরিত হলে সংশ্লিষ্ট কার্যালয় তা রিসিভ করেন।