December 30, 2024, 5:04 pm
ষ্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে অর্জুনপুর-বরমহাটি, ওয়ালিয়া, দূয়ারিয়া ও কদিমচিলান ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার রুইগারী উচ্চ বিদ্যালয় মাঠে এই সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু।
নাটোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান সোহাগ এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম রানা, গোপালপুর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আবুল খায়ের একে, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এজাজুল হক বাচ্চু, কদিমচিলাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি চাঁদ মোহাম্মদ, লালপুর থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস শাহান মাসুম, এবি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আরজেদ আলী সরকার প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন লালপুর থানার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের এর নেতাকর্মী এবং অত্র এলাকার সুধীবৃন্দ।