January 3, 2025, 3:33 am
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দেন এ.কে আজাদ। তিনি জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফার কাছে বৃহস্পতিবার দুপুরে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সম্মানিত কাউন্সিলর ইউপি সদস্যদের সাথে করে তার মনোনয়ন পত্র জমা দেন।
আজ বহস্পতিবার (১৫ সেপ্টম্বর) বিকেল ৪ টা পর্যন্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিসি) কার্যালয়ে এমনোনয়ন জমা নেয়া হয়। বিকাল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা।
আজাদ স্বরুপকাঠী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক উপজেলা বন্দর কমিটির সভাপতি, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি,একজন সফল ব্যবসায়ি একজন সৎ, নির্ভিক, পরিশ্রমী, সাহসী, গরীব দুঃখি মানুষের বন্ধু ও বিশিষ্ট সমাজ সেবক।
উল্লেখ্য, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, সাধারণ সদস্য পদে (পুরুষ) ৩৪ জন এবং সংরক্ষিত (নারী) সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এবং স্বরূপকাঠি জেলায় মোট ভোটার সংখ্যা ১৪৬ জন, যার মধ্যে পুরুষ ১১২জন আর নারী ভোটার রয়েছেন ৩৪ জন। এ তথ্য নিশ্চিত করেছেন নেছারাবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শানীন শরীফ।