December 21, 2024, 5:19 pm
টিকা প্রদান করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে প্রানিসম্পদ অধিদপ্তর এর পিপিআর এবং ক্ষুরারোগ নির্মুল প্রকল্প এর আওতায় সারা দেশের মত গোদাগাড়ীতে বিনামুল্যে পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গত ১ অক্টোবর হতে শুরু করে ১৮ অক্টোবর পযন্ত চলমান থাকবে।
উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গোদাগাড়ীর সার্বিক তত্বাবধানে গোটা উপজেলাতে প্রায় ১ লাখ ৪০ হাজার ডোজ পিপিআর টিকা প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ২ দিন করে এ টিকা প্রদান করা হচ্ছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিনের বলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে গবাদিপশু পালনকারীদের বিভিন্নভাবে সেবা দেয়া হচ্ছে তারই অংশ হিসেবে উঠান বৈঠক ও ফ্রি ভ্যাটেনারী মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
এখন উপজেলার ৯ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হচ্ছে। এলাকার মানুষ বেশ আগ্রহের সাথে তাদের ছাগল নিয়ে এসে টিকা দিয়ে নিয়ে যাচ্ছে। গোদাগাড়ী একটি বড় উপজেলা, গবাদিপশুর সংখ্যাও বেশী আমাদের সীমিত লোকবল নিয়ে পরিশ্রম করে কাজ চালিয়ে যাচ্ছি কোন ধরণের সমস্যা হচ্ছে না।
মোঃ হায়দার আলী
,রাজশাহী।