December 21, 2024, 6:08 pm
এম এ আলিম রিপন ঃ যানজটের অসহনীয় ভোগান্তিতে নাকাল সুজানগর পৌরবাসী। এই অবস্থা থেকে পৌরবাসীকে স্বস্তি দিনে এবং পৌর শহরকে যানজটমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন, সুজানগর পৌরসভা ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফুটপাতে অবৈধভাবে বসানো এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান, থানার ওসি গোলাম মোস্তফা ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অবৈধ স্থাপনা,ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং রাস্তায় যত্রতত্র গাড়ী পার্কিং করতে দেওয়া হবেনা । ফুটপাত দখলের কারণে মানুষ চলাচল করতে পারছেন না, সড়কে যানজট লেগেই আছে এবাবে চলতে দেওয়া যাবে না। উচ্ছেদের পর পুনরায় ফুটপাতের জায়গা দখল করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানাসহ মামলা করা হবে। পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) রবিউল ইসলাম,জানান, উপজেলা প্রশাসন, সুজানগর পৌরসভা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। সুজানগর থানা অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মোস্তফা জানান, সুজানগর পৌর শহরকে যানজটমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।