December 21, 2024, 4:56 pm
হেলাল শেখ,
বিশেষ প্রতিনিধি-হেলাল শেখঃ পাবনার সুজানগর পৌর এলাকায় মন্দিরের প্রতিমা ভাঙচুর মামলার প্রধান আসামি আগুন বাচ্চুকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত বাচ্চু আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪ইং) তারিখে সহকারী পুলিশ সুপার পাবনার সুজানগর সার্কেল, মোঃ রবিউল ইসলাম জানান, সুজানগর থানা পুলিশের চৌকস একটি দল অভিযান চালিয়ে রাজবাড়ী জেলা থেকে আগুন বাচ্চুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আগুন বাচ্চু সুজানগর পৌর এলাকায় মন্দিরের প্রতিমা ভাংচুর করেছেন বলে পাবনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।