December 21, 2024, 4:41 pm
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, জাকির হোসেন, মশিউর রহমান প্রমুখ। এ কৃষি প্রযুক্তি মেলায় ২০টি স্টল অংশ গ্রহণ করে।