রাসেল শেখ,
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর,২০২৪) সকালে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জামাল মিয়া। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ পাভেল খান। এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ মানোয়ার হোসেন, মোঃ মহিবুর রহমান, শামীম রেজা, মোঃ রাসেল, মোঃ আবুল কালাম, মোঃ আব্দুল আজিজ, জাহিদুল হাসান এবং মোঃ ফরহাদ হোসেন।
সভায় উপস্থিত সাধারণ সদস্যরা নতুন কমিটির প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেছেন। এই কমিটি আগামী দিনের কার্যক্রম পরিচালনা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply