ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক।।
ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ৬ অক্টোবর সন্ধ্যায়(সাড়ে ৬টার দিকে )নলছিটি ও ঝালকাঠি সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার মগড় এলাকার তার বাড়ির সম্মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা(মামলা নম্বর-০৪)দায়ের হয়। গ্রেফতার জসিম উদ্দিন ওই মামলার আসামি।
নলছিটি থানার এস.আই. মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তাকে রোববার রাতেই ঝালকাঠি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply