আল আমিন মোল্লা।।
পৃথিবীর বুকে একরাশ হাসিখুশি নিয়ে আমেরিকা প্রবাসী সাইদ আমরিন দম্পতির ঘরে নতুন
এক সুখের দুয়ার খুলে দেয় আরশিয়া সারিন।
বড় হও মামনি তুমি মেধা ও মননে সকলের দোয়া নিয়ে এমন চরিত্র তুমি করিবে গঠন মরিলে হাসিলে তুমি কাঁদিবে ভূবন।
আজ দ্বিতীয় বর্ষে পদার্পন করলো আরশিয়া সারিন। সে ৫ অক্টোবর ২০২৩ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুনক্স শহরে জন্ম নেয়। তার মা আরিফা আমরিন বর্তমানে আমেরিকায় মিলেনিয়াম টিভিতে প্রোগ্রাম বিভাগে কর্মরত আছেন। আরশিয়া সারিন চুয়াডাঙ্গায় নিযুক্ত বাংলা টিভি, সিএনআই,ও দি বাংলাদেশ টুডে’র সাংবাদিক মামুন মোল্লার বোনের কন্যা। তার জন্য সুস্বাস্থ্যময় সূদীর্ঘ জীবনের কামনা করে সকলের নিকট শুভেচ্ছা ও দোয়া কামনা করেন মামা মারুফ , নানা মোঃ আলাউদ্দীন, নিনা মরিয়ম বেগম, বুজি ফরিদা ইয়াসমিন, নানা আবুল কালাম, বন্ধু নানা ইসমাইল বাবলু সহ নানী নার্গিস পারভিন, বড় আব্বু তনু মিয়া ও বড় আম্মা শাহানাজ বেগম সহ শুভাকাঙ্ক্ষীরা।

Leave a Reply