December 21, 2024, 4:33 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়তে ইসলামী রাজশাহীর চারঘাট পৌর শাখার উদ্দ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
চারঘাট পৌর জামায়াতের আমীর নকিব উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী পূর্ব জেলা জামায়াতের আমীর রেজাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী পূর্ব জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, চারঘাট উপজেলা জামায়তের আমীর মাস্টার আবুল কালাম আজাদ, রাজশাহী পূর্ব জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম।
চারঘাট উপজেলা জামায়াতের সহকারী আইন সম্পাদক ইব্রাহীম মোল্লা’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সরদহ ইউনিয়ন জামায়াতের সভাপতি রায়হানুল হক, জামায়াত কর্মী সাইদুল রহমান মিঠু, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।