আব্দুল আউাল,
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারীর সৈয়দ বজলুল হক কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালের সুযোগ্য পুত্র বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন একই উপজেলা কৃতি সন্তান মো. মাহাবুবুল হাসান।
১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রসঙ্গত, সন্ধ্যানদীর পশ্চিম তীর ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষের উচ্চশিক্ষা বিস্তারে সাবেক সংসদ সদস্য সৈয়দ শহীদুল হক জামাল প্রতিষ্ঠিত সৈয়দ বজলুল হক কলেজ। তাঁর এ মহতী উদ্যোগের ফলে এ কলেজ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন অগণিত মানুষ, যাদের মধ্য থেকে অনেকেই আজ জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত।
এদিকে এই নতুন কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
আব্দুল আউয়াল
বানারীপাড়া প্রতিনিধি।

Leave a Reply