December 21, 2024, 6:28 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার এবং দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে থানা চত্বর থেকে বের হওয়া মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্ডল মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে ও বিএনপি নেতা রাশেদুল ইসলাম বাবু মন্ডলের স ালনায় অনুষ্টিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বিএনপি নেতা আহম্মদ আলী লাটু,আব্দুল হাই, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন,উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজা উদ্দিন, সদস্য সচিব বিপুল ও ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব বলেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে দায়েরকৃত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। এ সময় তিনি আরো বলেন দখলদার ও চাঁদাবাজির সাথে সে যে দলের লোকই হোক তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।