প্রিয় শহর ঢাকার টাকা বাড়িতে যায়না,পকেট ফাঁকা

হেলাল শেখঃ প্রিয় মানুষগুলো পর হয়ে যায় ব্যস্ত যতো আজব শহরে, নাম হলো তার ঢাকা, ভালো লাগে না নগর জীবন, শুধু বিল্ডিং ভবনে ভরা, নাই কোথাও ফাঁকা।

প্রিয় শহর ঢাকার টাকা বাড়িতে যায়না, বেশিরভাগ মানুষের পকেট ফাঁকা, মনে হয় জীবনে টাকা’ই সবকিছু, আজব এই পৃথিবী।

আসছে নতুন মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অতিষ্ট এক যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি।

বৃষ্টি হলে জলাবদ্ধতা, রৌদ্র হলে গরম, সাবধানে থেকো নগরবাসী, এই কথা রেখো স্মরণ।

তোমার আমার শহরে নিরাপত্তা নেই তাই কোথাও যাবেনা একা, প্রতারক, চোর, ডাকাতে ভরে গেছে, কোথাও নাই ফাঁকা।

জীবন-যাত্রা থেমে যাবে মরণ যাত্রা কখন আসবো তা কেউ জানিনা, সবকিছু মিথ্যা শুধু সত্য হবে মৃত্যু। কবরে হবে খবর, কোথায় হবে শেষ ঠিকানা কেউ তা জানিনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *