নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীতে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় নগরীর লালন শাহ মঞ্চ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। রাত ১টার দিকে নগরীর লালন শাহ মঞ্চ এলাকা থেকে দুটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাতে লালন শাহ মঞ্চ এলাকা অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় দুটি শটগান ও একটি রাবার বুলেট পাওয়া যায়। ওসি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র। এগুলোতে নম্বর দেওয়া আছে। আমরা এগুলো উদ্ধার করে নিয়ে আসছি। এখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী ।
Leave a Reply