কলেজের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনাই হবে আমার একমাত্র লক্ষ্য-তালুকদার খোকন

মোঃমিজানুর রহমান, কালকিনি মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন ক‌লে‌জের এডহক ক‌মি‌টির নব‌-নির্বা‌চিত সভাপ‌তি মোঃ আ‌নিসুর রহমান তালুকদা‌র খোকনের সা‌থে ক‌লে‌জের শিক্ষক‌দের সা‌থে আজ রোববার এ প‌রিচিতি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
এ সময় তিনি সংক্ষিপ্ত আকারে তার মন্তব্য উপস্থাপন করে তিনি বলেন এক সময় অনেক দূর দুরন্ত থেকে হাজার হাজার শিক্ষার্থী কলেজে পড়াশোনা করতে আসতো।
কিন্তু কলেজের ব্যবস্থাপনা দুর্বল থাকায় ধীরে ধীরে এ কলেজটির সুনাম ও মান নষ্ট হয়ে যায় তাই ছাত্র-ছাত্রী আগের মত এ কলেজে অধ্যায়ন করতে আগ্রহ হারিয়ে ফেলেন।
আমি আমার সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও কালকিনি আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন কলেজের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনবোই এটাই আমার একমাত্র লক্ষ্য।
তিনি কলেজের সকল শিক্ষকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা হলেন মানুষ গড়ার কারিগর আমি আপনাদের পাশে আছি এ কলেজটি আগের অবস্থানে ফিরিয়ে আনা হবে
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত সদস্য জনাব ফজলুল হক বেপারীসহ উক্ত কলেজের সকল বিভাগের অধ্যাপক/অধ্যাপিকা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *