বেনীলাল দাশগুপ্ত বেনুর মৃত্যুতে স্বরণ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি।।
বেনীলাল দাশগুপ্ত বেনুর মৃত্যুতে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধা ৭টায় বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরে বানারীপাড়া পুজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বেনীলাল দাশগুপ্ত বেনু তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এছাড়াও তিনি ছিলেন ৯নং সেক্টরের বরিশাল অঞ্চলের মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার,তিনি বাংলা একাডেমির আজীবন সদ্স্য ছিলেন,তিনি ছিলেন কবি সাইিত্যিক ও বানারীপাড়া পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি। এছাড়াও তিনি সর্বদা সমাজের কল্যানে কাজ করতেন ও সর্বদাই নিজেকে নিয়োজিত রাখতেন মানুষের কল্যানে।

এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস সাধারন সম্পাদক গৌতম সমদ্দার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সম্পাদক দেবকুমার সরকার, বিএনপি নেতা বিটু দাস,যুবদল নেতা বাবু মোল্লা,দৈনিক যুগান্তর বানারীপাড়া প্রতিনিধি গোলাম মাহমুদ রিপন।

অন্যান্য সংগঠনের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন আশীষ রঞ্জন দাস,পিওলাল ঘোষ,কৃষ্ণ কান্ত হাওলাদার,জহর সাহা,সুনীল কর্মকার,কৃষ্ণ বনিক,পরিতোষ মজুমদার,সুকুমার মাষ্টার,অনিল বরন হালদার,রতন হালদার,ভক্ত কর্মকার,কমল কর্মকার,
কমল বিশ্বাস,নিপু সমদ্দার,পার্থ চন্দ,রিপন বনিক,হৃদয় সাহা,দিপঙ্কর শীল,সাগর শীল,সুবাষ দেবনাথ,জয় শীল,জয় বনিক,সেজল দাস,মিথুন হালদার,জয় চক্রবর্তী,গোপাল সাধু,পূর্নিমা ঘোষ,পুতুল রানী শীল,প্রিয়া বনিক সহ প্রমুখ।

উল্লেখ্য তার পরিবারের পক্ষ থেকে স্বরন সভায় উপস্থিত ছিলেন তার একমাত্র পুত্র সন্তান সুমন কল্যান ও তার নাতী শাক্যজিৎ দাসগুপ্ত।

স্বরন থাকে যে,তিনি শেবাচিম হাসপাতালে গত ১৫ই সেপ্টেম্বর রাত ৫টা ১০ মিনিটে বাধ্যর্কজনিত কারনে ইহলোক ত্যাগ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *