December 30, 2024, 5:17 pm
আজিজুল ইসলাম, যশোর : যশোরের ঝিকরগাছায় শনিবার (২১ সেপ্টেম্বর) ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও তার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ১৩ জুলাই (শনিবার) দারুল উলুম কামিল মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে ভোটের মাধ্যমে সদস্যরা তাদের নতুন কমিটির নেতা নির্বাচিত করেছিলেন। সেই সময় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সুজন মাহমুদ। তবে সাধারণ সম্পাদক পদের বিপরীতে এ,এস,এম জাফর ইকবাল, আশিকুল ইসলাম ও হাসান খানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। সেখানে ৩১ জন সদস্যের মধ্যে ২৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হন এ,এস,এম জাফর ইকবাল। এরপর দেশের রাজনৈতিক টানাপোড়েন, পটপরিবর্তন ও সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা স্থগিত ছিলো। শনিবার দুপির ১২ টার দিকে দারুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জনাব ইব্রাহিম আলী। ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু তার বক্তব্যে বলেন আমরা যখন কোন সংবাদ করি তখন সেটা কারো না কারো বিপক্ষে যায়। সেই জায়গা থেকে যে কোন সমস্যায় প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন হলে প্রশাসনকে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান তিনি। ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মো: ইব্রাহিম আলী তার বক্তব্যে বলেন সাংবাদিকরা যখন কোন সংবাদ প্রকাশ করে তখন কারো না কারো চোখে তাদের শত্রু হতে হয় এটা তিনি বিশ্বাস করেন। তিনি মনে করেন পুলিশের মতই সাংবাদিকতা পেশাও একটি চ্যালেঞ্জিং পেশা। তিনি সব সময় সাংবাদিকদের সাথে থাকবেন বলেও আশ্বাস দেন।