January 15, 2025, 7:35 am
পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি :বরগুনার পাথরঘাটা পিআইও অফিসে চতুর্থ দিনের মত কর্মবিরতি কর্মসূচি চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি চলে। সকালে পিআইও মোকছেদুল মোঃ মোকছেদুল আলমসহ তার অফিসের সকলকে এই কর্মবিরতি কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখাগেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন
ডিআরআরও পদ আপগ্রেডেশন, পিআইও পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন,সকল শুন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলার নেয় বরগুনার পাথরঘাটাতেও তাদের কর্মবিরতি কর্মসূচি চলছে।
অমল তালুকদার।