নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ গোদাগাড়ী পৌরসভার কৃতিসন্তান, গোদাগাড়ী উপজেলার গর্ব ব্যারিস্টার Md Mahfuzur Rahman Milon গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন, ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী, এলাকাবাসী।
শনিবার গোদাগাড়ী পৌরসভা ১নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া রুলু, বিএনপির ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসিবুর রহমান, সাধারন সম্পাদক নবাব আলী জুয়েল প্রমূখ। তরুন নেতৃত্বের অহঙ্কার, জনপ্রিয়তার শীর্ষে থাকা ব্যারিষ্টার মিলন এলাকায় আসার খবরে শ শ নারী, পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ দলমত নির্বিশেষে সাধারণ জনতা তাকে দেখার জন্য ছুটে আসেন।
এ প্রসঙ্গে ব্যারিষ্টার মিলন বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সেবা করতে চাই। এ গোরস্থানে আমার বাবা, দাদা, দাদী ঘুমিয়ে আছে। আমি ঢাকায় অবস্থান করলেও আপনাদের টানে ছুটে আসি। আপনাদের যে কোন উপকার, সমস্যার সমাধান করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। দীর্ঘ আপনারা ভোট দিতে পারেন নি। আপনাদের রাগ ক্ষোভ থাকতে পারে। আপনারা শান্ত থাকবেন, সবাইকে নিয়ে ভাল থাকবেন, কারো ক্ষতি করবেন না। কাঙ্খিত বিজয় না আসা পর্যন্ত আপনাদের সর্তক থাকতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ পালন করবেন। মানুষের নিকট যাবেন, অসুস্থ্য, হতদরিদ্র মানুষের কথা শুনবেন, কেউ সমস্যায় পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Leave a Reply