December 22, 2024, 5:32 am
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় শুক্রবার রাতে দুর্বৃত্তদের হামলায় থানার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর গ্রামের সালাম শেখের ছেলে সবুজ আলী (৩০) নামের এক যুবক নিহত খবর পাওয়া গেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, নিহত সবুজ আলী তার ভাইয়ের পরিবর্তে ধোপাকান্দি ন্যাশনাল ফুডভিলেজ হোটেলে বরেন্দ্র এক্সপ্রেস গাড়িতে চেকার হিসেবে ডিউটিতে ছিলো।
রাত ২ টার পরে ভাই ফিরোজ সবুজের সাথে মোবাইলে যোগাযোগ করলে তার পর থেকে সবুজের মোবাইল বন্ধ পাওয়া যায়। তখন অন্যান্য গাড়ির চেকারদের সাথে যোগাযোগ করে সবুজের কোন খবর পাওয়া না গেলে এক পর্যায়ে খোঁজ করতে থাকলে পাশের একটি ইট ভাটায় পড়ে থাকা সবুজকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ বলেন,সকালে খবর পেয়ে নিহত সবুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় এনে মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।