পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন করেছেন শিক্ষকরা

রফিকুল ইসলাম, রাঙ্গাবালী
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন করেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিভাগে সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন ১৩তম গ্রেডে রয়েছেন। জাতী গঠনে শিক্ষার প্রথম স্তরে শিশুদের শিক্ষা দিচ্ছেন এ বিভাগের শিক্ষকরা। কঠোর পরিশ্রম করেও তারা তৃতীয় শ্রেণির কর্মচারীর মর্যাদায় রয়েছেন। যা ১০ম গ্রেডে উন্নীত করণ সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাই ১৩তম গ্রেড পরিবর্তন করে ১০তম গ্রেড দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান শিক্ষকরা।  

এ সময় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক লিমন আনসারী, ইসমাইল হোসেন , গাজী শফিকুল ইসলাম , লাভলী ইয়াসমিন প্রমুখ ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *