কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা র মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন ৫ নং পূর্ব দৈইর পশ্চিম ইউনিয়নের হাঠাশ গ্রামের মিথিল দেবনাথের মেয়ে শান্তা দেবনাথ পূর্ব শত্রুতার জের ধরে পতিপক্ষ মুরাদনগর উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে ইউনিয়ন ছাত্র বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী গিয়াস উদ্দিন ভুঁইয়া, সাবেক চেয়ারম্যান কাজী ময়নাল হোসেন বাঙ্গরা বাজার উমলোচন উচ্চ বিদ্যালয়ের চারবারের সদস্য মোঃ গোলাম মোস্তফা, হরিদন দেবনাথ, বিপ্লব চক্রবর্তী,বলাই দেবনাথ, দুলাল দেবনাথ, মাজেদুল মেম্বার, বশির আহমেদ, ছামছুল হক,নোভেল ভুইয়া,হেলাল হোসেন,মোক্তার হোসেন,নজরুল মেম্বার, মনির সরকার , চন্দন দেবনাথ, বায়েজিদ খন্দকার, সাগর সরকার, আমীর হানজালা,কাদির ভুইয়াসহ ছাত্র জনতা।এসময় বিক্ষোভ কারীরা মানব বন্ধন শেষে হাঠাশ গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাজারে এসে শেষ হয়। বক্তব্য হিন্দু সমাজ বাদী শান্তা দেবনাথের বিচার দাবি করে বলেন এই মহিলা নষ্টা তার ঘরে অনৈতিক কাজ করে মানুষ কে হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে,অতীতেও সে এরকম করে মানুষ কে হয়রানি করে।তার আপন চাচা হরিদন দেবনাথ বলেন আমরা তার সাথে পারি না,প্রশসনের কাছে বিচার চাই, জয়নাল মোল্লা নির্দোষ,তাকে রাজনৈতিক ভাবে হ্যায় পতিপন্ন করার জন্য মিথ্যা মামলা সাজিয়ে হয়রানি করছে।
মুরাদনগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Leave a Reply