July 13, 2025, 1:23 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আমার দেশ সম্পাদকের মায়ের মাগ-ফিরাত কামনায় দোয়া-মিলাদ বাকৃবিতে কৃষি অনুষদীয় শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত আশুলিয়ায় কিশোর গ-্যাং জু-য়ারি ও মা-দক কারবা-রিদের কাছে সাধারণ মানুষ জি-ম্মি সংবাদপত্র চালানো ও সংবাদ তৈরি করে সাংবাদিকতা করা এতটা সহজ নয় নড়াইলের ঐতিহ্যবাহী প্রভাবশালী হিন্দু জমিদার কালিশঙ্কর রায়ের বাড়ি আজ তার কিছুই নেই গৌরনদীতে বর্ষাবরণ ও কবি-সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত আমজনতার দল চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত মিডফোর্ডে ব্যবসায়ীকে হ-ত্যার প্র-তিবাদে ময়মনসিংহে ছাত্র-জনতার মানব-বন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ সলঙ্গায় স্কুল ছাত্র নিহ-ত গৌরনদীতে কবি-সাহিত্যিকদের বর্ষাবরণ ও মিলন মেলা অনুষ্ঠিত ‎
“নবীজির আগমন” লিখেছেন – আব্দুল্লাহ আল শামিম

“নবীজির আগমন” লিখেছেন – আব্দুল্লাহ আল শামিম

প্রেরক – মুনতসীর মামুন।

বিশ্ব নবীর আগমনিতে খুশির জোয়ার উঠলো বেশে,
রবিউল আউয়ালে আসলেন ধরায় মা আমিনার উদার থেকে।

নুর নবীজির আগমনে ধন্য হলো সৃষ্টিকুল,
মানব,দানব পশু, পাখি মাতোয়ারায় দেয় যে সুর।

রাত ডেকে বলে আল্লাহ তায়ালা আপিল জানাই তোমার তরে,
ধন্য করে রাতকে তুমি,তোমার প্রিয় হাবীবকে দিয়ে।

দীন ডেকে বলে মহান খোদা ধন্য করো দীনকে তুমি,
এই ভূবনে আমার মাঝে আসেন যেন নুর নবীজি।

সৃষ্টিকুলের রহমত যদি আগমন করে এই ধরাতে,
দিনকে খোদা ধন্য করবেন তোমার প্রিয় হাবীবকে দিয়ে।

আসমানেরও একই দাবী, জমিনেরও একই দাবী,
মহান খোদা আবদার দেখে খুশি করলেন জগৎবাসী।

ডাক দিয়ে বলে আল্লাহ তায়ালা ওগো আমার প্রীয় বান্দা।
জগৎঝুড়ে নুর পাঠাবো অন্ধকারকে আলো করবো।

সুবহে সাদিকেতে নবী এলেন এই ধরাতে,
সেই নবীজির আগমন জগৎ জুড়ে আলোকিত।

জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিলো ভুবন।
মানব মগজ ভ্রান্ত ছিলো,পাপ করিতো যখন তখন।

দুর করিলেন আছে যত ভ্রান্ত মনের ভ্রান্ত পথ,
মানব মনে জপে ওঠে নুর নবীজি মুহাম্মদ।

সৃষ্টিকুলের মহান মানব মুহাম্মদ নামের সে নুর,
যার নামেতে নাত গেয়ে যাই কন্ঠে আছে যত সুর।

তাঁর নামেতে লিখবো ছড়া, লিখবো অনেক কবিতা,
দোয়া থাকবে আজ মোনাজাতে লিখলেন যিনি কবিতা।

লেখক, আব্দুল্লাহ আল শামিম।
অধ্যায়নরতঃ ঢাকা সরকারি আলিয়া।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD