পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

গাজীপুর প্রতিনিধিঃ
পূবাইল মেট্রোপলিটন থানার নবাগত ওসি শেখ মো.আমিরুল ইসলামের সাথে দেশের বর্তমান প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় পূবাইল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলামের নিজ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ রবিউল আলম সভা পরিচালনায় ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন সরকার।সভায় ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ তাদের নিজ নিজ অভিপ্রায় ব্যক্ত করেন। আলোচনার মূল লক্ষ্য ছিল সাদাকে সাদা বলতে হবে কালো কে কালো।সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যেন একে অপরকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করা হয় সে বিষয়টি ও আলোচনায় নবাগত ওসি আমিরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে পূবাইল মেট্রোপলিটন থানা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং চাঁদাবাজি ও দালাল মুক্ত করব ইনশাল্লাহ।’ ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি পূবাইল সাংবাদিক ক্লাবের সকলের সহযোগিতা কামনা করেন এবং পূবাইল থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি আহবান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, মো.লিটন মিয়া,মো. রাজিব হোসেন অত্র ক্লাবের সহ সভাপতি টিটন কুমার ঘোষ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিল খান। সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সরকার।হাজী লুৎফর রহমান খান,আবদুল্ল্যাহ আল হাতেম,মহিলা সম্পাদিকা কবিতা ইসলাম কার্যনির্বাহী সদস্য আসিফ রায়হান শাহীন মোল্লা প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *