স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি //

স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বুধবার
সকালে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রধান অতিথি
হিসেবে ইউএনও কার্যালয়ের পাশের কক্ষে ওই কর্ণারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে ই নামজারী,
অনলাইনে ভুমি উন্নয়ন কর আদায় এবং দাখিলার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনমুলক প্রশিক্ষণ
কর্মশালায় যোগ দেন।

ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,পৌর মেয়র গোলাম কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি সাখাওয়াত হোসেন,প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় সহকারি কমিশনার (ভুমি) তাপস পাল,উপজেলা আওয়ামীলীগ সভাপতি সৈয়দ সহিদ উল আহসান,সম্পাদক এস এম মুইদুল ইসলাম,সাবেক সভাপতি মো.আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান স্বরূপকাঠি পৌরসভায় দুস্তদের মাঝে আর্থিক প্রদান করে ও কৌরিখাড়া বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *