গাইবান্ধার সুন্দরগঞ্জে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী(সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও পথসভা করা হয়।

সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে  সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাহির গোলা জামে মসজিদের সামনে হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর থেকে থানার সামন দিয়ে মীরগঞ্জ বাজারসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় বাহিরগোলা মসজিদের সামনে সংক্ষিপ্ত পথসভা করেন। উক্ত বর্ণাঢ্য র‍্যালিতে গাইবান্ধা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রভাষক খন্দকার মোঃ মাজেদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুন্দরগঞ্জ উপজেলা  শাখার আমীর সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম মঞ্জু,

সেক্রেটারী প্রভাষক মোঃ আতাউর রহমানসহ  প্রতিটি ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে প্রায় ২ হাজার ৫০০ হতে ৩ হাজার নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পথসভায় বক্তাগণ দীর্ঘ ১৭ বছর পর একত্রিত হয়ে রেলিতে অংশগ্রহণ করতে পারায় মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করেন। পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের অধীন হতে দেশকে মুক্ত করে পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নীতি নির্ধারণে সকলকে একত্রিত হয়ে কাজ করার জন্য আহবান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *