December 30, 2024, 5:24 pm
এম এ আলিম রিপনঃ যথাযোগ্য মর্যাদায় সুজানগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.)উদযাপন করা হয়েছে। সোমবার মহানবী হযরত মুহাম্মদ(সা.)-এর জীবন,কর্ম এবং শিক্ষা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সুজানগর পৌরসভা। সুজানগর পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক ছিলেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ¦ হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্যাহ আল মামুন বলেন, মহান আল্লাহ বিশ^নবী হযরত মুহাম্মদ(সা.) কে বিশ^জগতের রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। জীবনের সকল পর্যায়ে তিনি অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ মনে ধারণ করে এবং অনুকরণ করে মানসিক শান্তি অর্জন করার পাশাপাশি সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ¦ হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।