December 21, 2024, 4:16 pm
এম এ আলিম রিপনঃ যথাযোগ্য মর্যাদায় সুজানগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.)উদযাপন করা হয়েছে। সোমবার এ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে সুজানগর উপজেলা প্রশাসন । সুজানগর মডেল মসজিদ কমপ্লেক্স এর কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও মডেল মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো.হাসিবুল ইসলামের স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, পৌর জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ^াস। আলোচনা সভায় আলোচক ছিলেন উলাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল আলম, সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ¦ হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম, সুজানগর মডেল মসজিদের খতিব মাওলানা আরিফ বিল্লাহ, মানিকদীর মাদ্রাসার শিক্ষক মুফতি মাসুম বিল্লাহ। শেষে দোয়া পরিচালনা করেন সুজানগর মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি