December 21, 2024, 4:21 pm
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে জোড়পূর্বক দখলদারিত্ব,সন্ত্রাস,চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন নবাগত পুলিশ সুপারের প্রতি স্থানীয় বিএনপি-জামায়াত ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। সুজানগরে রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শনিবার থানা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত পাবনা পুলিশ সুপারের প্রতি এ আহ্বান জানানো হয়। মতবিনিময় সভায় বিএনপি – জামায়াতের নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার পতনের পর এবং শেখ হাসিনা ভারত পালিয়ে যাবার পর সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যেভাবে জোরপূর্বক দখলদারিত্ব,সন্ত্রাস,ছিনতাই,চুরি-ডাকাতি ও চাঁদাবাজি চলছে সেটা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নামধারী দুষ্কৃতকারীরা জড়িত বলে অভিযোগ করেন। তাই অপরাধী সে যে-ই হোক না কেন,সে অপরাধী। তদন্তপূর্বক আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ কাজে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন উপস্থিত বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় তারা আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনাসহ দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। অতীতের অনিয়ম,দুনীতির কারণে পুলিশ বাহিনীর প্রতি জনমনে যে ক্ষোভ জন্ম নিয়েছে,সেটি প্রশমনের দায়িত্বও পুলিশের। সভায় পৌরসভার ভবানীপুরে হিন্দু বাড়িতে ডাকাতি,ব্যবসায়ীর টাকা ছিনতাই, চাঁদাবাজি, রাণীনগরে বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন, নাজিরগঞ্জে গত সপ্তাহে প্রকাশ্যে ওএমএস এর শতাধিক বস্তা চাল লুটসহ বিভিন্ন ঘটনার বিষয় তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ। সভায় সুজানগর উপজেলাসহ পাবনা জেলায় সন্ত্রাস,চাঁদাবাজ ও অপরাধ দমনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন। সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল)রবিউল ইসলাম, সুজানগর থানার ওসি জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ^াস,উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে,এম হেসাব উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ^াস,সদস্য সচিব জসিম উদ্দিন বিশ^াস পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, পৌর জামায়াতের আমীর ফারুক-ই-আযম,উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা কৃষকদলের সভাপতি শাহাজাহান আলী শেখ, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে আশিকুর রহমান ও মানিক প্রমুখ। এর আগে মতবিনিময় সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
্এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।।