গৌরনদীতে শিক্ষক কনিকা মুখার্জির পদত্যাগে একদফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীতে শিক্ষক কনিকা মুখার্জির পদত্যাগে একদফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন স্কুল শিক্ষার্থীরা।

ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কনিকা মুখার্জির বেলায়।

স্হানীয় ও ওই বিদ্যালয়ের অধ্যায়নরত একাধিক শিক্ষার্থীরা জানায় নবব শ্রেনীতে ক্লাশ নিতে গিয়ে কনিকা মুখার্জি এক ছাত্রকে ক্লাশে বিদ্যাশিক্ষায় অমনোযোগী দেখতে পেয়ে আবু ছাইয়েদের মত সন্ত্রাস হবে নাকি এমন কটুক্তি করেছেন শিক্ষক কনিকা মুখার্জি।

তার এই অপ্রসাঙ্গিক রাষ্ট্র বিরোধী কথায় শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারি ধারাবাহিকতায় তৎখনাত শ্রেনী কক্ষ বর্জন করে বাহিরে অবস্থান নেন ওই বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীরা।

এ ঘটনা তৎখনাত ছরিয়ে পরলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত সাপেক্ষ শিক্ষক কনিকা মুখার্জি দুষি প্রমানিত হলেে প্রয়োজনিয় ব্যাবস্হা নিবেন বলে শিক্ষার্থীদের আস্বস্ত করে উত্তপ্ত পরিবেশকে শান্ত করেন।

সুত্র মতে জানাগেছে উর্ধতন কর্মকর্তারা শিক্ষক কনিকা মুখার্জির অপরাধের ব্যাবস্হা নিতে বিলম্ব হওয়ায় ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপর ১ টা পর্যন্ত ওই বিদ্যালয়োর কয়েক শতাধিক ছাত্র ছত্রীরা বিদ্যালয় বর্জন করে স্কুল সংলগ্ন ঐতিহ্যবাহী সরিকল বন্দরের মেইন রোড আটকে দিয়ে শিক্ষক কনিকা মুখার্জির দ্রুত পদত্যাগে একদফা দাবিতে বিক্ষোভে ফেটে পরেন ওই বিদ্যালযের ছাত্র ছাত্রিরা।

এ খবর উপজেলা উর্ধতন কর্তৃপক্ষেরর নজরে পরলে তিনি অতিদ্রুত ব্যাবস্হা নিবেন বলে এমন আস্বস্হ করেন বিক্ষোভ কারি শিক্ষার্থীদের মাঝে । তার এই প্রতিশ্রুতিতে তাদের (শিক্ষার্থীদের) একদফা কর্মসুচি পরিহার করে ফের বিদ্যালয়ে ফিরছেন তারা। তবে অতি দ্রুত শিক্ষক কনিকা মুখার্জিকে পদত্যাগ করা না হলে এক দফা দাবিতে কঠর কর্মসুচি দিয়ে তাকে পদ ত্যাগে বাধ্য করবেন বলে এমনটি জানিয়েছেন তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *