জাকিরুল ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি:
মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ, এই ভিশন নিয়ে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ হলরুমে ভাদুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আন্তাজ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মো. আনোয়ারুল ইসলাম। এতে বিশেষ অতিথি’র বক্তব্য পেশ করেন উপজেলা শাখার আমির অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী।
এসময় সহকারী সেক্রেটারি ওবায়দুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মশফিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী (যুব বিভাগের) সভাপতি সেলিম রেজা,শ্রমিক নেতা গোলাম আজম মনির,শ্রমিক কল্যান ফেডারেশন ভাদুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, যুব শাখার ভাদুরিয়া ইউনিয়ন সভাপতি আল বিরুনী প্রমূখ উপস্থিত ছিলেন।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Leave a Reply