December 21, 2024, 4:53 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার রেলবাজার দারুস সুন্নাহ মাদরাসার দাওরায়ে হাদীস ক্লাস ও চতুর্থ তলার উদ্বোধন করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯ টার সময় এ মাদরাসার দাওরায়ে হাদীস ও চতুর্থ তলার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা সময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শাইখ আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলী বিশ্বাস, রাজশাহী জেলা পশ্চিম আমীর অধ্যাপক আব্দুল খালেক, সাবেক ভাইস চেয়ারম্যান ও পশ্চিম রাজশাহীর সহঃ সেক্রেটারী কামরুজ্জামান, জেলার সহঃ সেক্রেটারী ড. ওবায়দুল্লাহ, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গফুর আল মাদানী প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান মাদরাসার দাওরায়ে হাদীসের বোখারী শরিফের প্রথম হাদীস “সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে” এর ব্যাখ্যা এবং শেষ হাদীসের আলোচনা ব্যক্ত করেন। সেই সাথে সকলকে দ্বীনের উপর অবিচল থাকার জন্য আহ্বান করেন।
আরও বলেন, কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর আরও বলেন, কুরআন পড়তে হবে বুঝতে হবে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে, দ্বীন প্রতিষ্ঠার কাজে অর্থ ও সময় দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। শহীদি তামান্না নিয়ে ময়দানে ভুমিকা রাখতে হবে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।